পরিচয় তো সেই ছোটকাল থেকেই
তবে কেন হঠাৎ হল সুন্দর সেই l
কৃষ্ণচূড়া রঙ্গীন যখন বয়স ষোল
মনে ঢেউ, ভালো লাগার সময় হলো l
রসায়ন কাজ করে অন্তরে, ভেতরপানে
তাল তমাল বনরাজি, পুষ্পভার, নজর টানে l
শরীরে কত ঢেউ, পেয়েছে নতুন ভাষা
চোখ দেখে নতুন চোখে. মনে অভিলাষা l
গল্পকথা গানের কলি গুঞ্জরিত স্বপনে
উদাম বাতাস প্রবাহিত জাল গঠনে l
মন যায় উড়ে, যায় উড়ে সেদিক পানে
দশ দিক জগৎ সংসার সব একখানে l
জেগে ওঠে বাতি, জোশ, হাতছানি দেয় পথ
মিষ্টি সাড়া, হাসি উচ্ছাস, প্রস্তুত জীবনরথ l