স্কুল থেকে ফিরে
কাছে এসে ধীরে
মার কাছে খোকা দেয় সব রাগ উগরে
- যাবো নাতো আমি আর স্কুলে ফিরে l
ম্যামরা দেন নাকো হামি
নেননা তো কোলে
কতো যে তাঁদের ফন্দি
শুধু ঘরে রাখেন করে বন্দী
বকেন নানা ছলে l


তোমাকেও আসতে দেন না কাছে
তুমি থাকো দূরে বাইরে
ইচ্ছেমতো পাই না চলতে
মনের কথা বলতে, খেলতে  
শুধু - এটা কোরো না, যেও না বাইরে  
এখানে বসো, নড়াচড়া কোরো না - হায়রে !


আমরা কি শুধু বসে থাকবো ?
নীল দিগন্তে চোখ রাখবো ?
পায়ের তলে মাটি যেন যায় সরে
আকাশ পাতাল সব কিছু এক করে
তবু থাকি এক ছোট ঘরে বন্দী
কেমন করে একটি বিষয়ে মন দিই ?


যাবো না তো আর ফিরে স্কুলে
আমি পড়ব তোমার কোলে l
আমি খেলব তোমার সাথে
জগৎ জীবন যেমন করে মাতে
চল চঞ্চল ভূতল থাকবে পায়ে
আনন্দরাশি মাখব সারা গায়ে l