ইতিহাসে ঢেউ খেলে যায় যুগের থেকে যুগান্তরে
স্বপ্ন রঙীন ডানাগুলো পাখা মেলে যায় সে উড়ে l
প্রাক ইতিহাস যুগের থেকে অত্যাধুনিক আমল এলো
যে ব্যাকরণ এখন দেখি সকল যুগে সেটাই ছিলো l
একদিকে তার স্বজনপোষণ কর্মনিষ্ঠা অন্যদিকে
ভুল লোকে পায় স্বীকৃতিটা শাসকশ্রেণীর দিকে ঝুঁকে l
রাজাবাদশার সাফাই গেয়ে লিখলো যারা ইতিহাসে
তারা পেলো হীরে মুক্তো সত্য থাকে উপহাসে l
কিন্তু তবু ভিতর ভিতর জ্ঞানের চৰ্চা রাত্রিদিনে
বিশ্বজুড়ে মহৎ আত্মা আবিষ্কারে অন্তর্লীনে l


এমন করে সামনেপানে চলছে সময় চলছে মানুষ
একদিকে তার নিখাদ বুনন অন্যদিকে শুধুই ফানুস l
চোখ ধাঁধানো মন মাতানো গুরু ভজন অনুগামী
চলছে ফ্যাশন ওপর নীচে গুরু পিতা গুরু স্বামী
দাপট তাদের সকল ক্ষেত্রে ইতিহাসে তারাই তো বীর
আসল কর্মী কাজ করে যায় চোখের আড়াল ধীর ও স্থির l
চক্রব্যূহ বাইরে থেকে সামনে পানে টানে সময়
যুগের থেকে যুগান্তরে অনেকটা তার রহস্যময় l