গরম যখন হ্যাপা দিলো
চৈত্র মাসটা ফাঁকি দিলো l
রোদ চড় চড়ে আগুন ঝরা
ধুলো নোংরা রাস্তা ভরা l
তখন বোশেখ কাজে পাগল
প্রথম দিনেই বৃষ্টি বাদল l
কালবোশেখি নামটা যেমন
আপন মাসেই বৃষ্টি তেমন l
হঠাৎ হলো মেঘটা কালো
সোঁ সোঁ করে বাতাস হলো l
সঙ্গে এল শিলাবৃষ্টি
কেউ বা বলে অনাসৃষ্টি !
সৃষ্টি, তবে নয় তা অনা
শুদ্ধি, বিদায় ধূলিকণা l
শোধন করতে বিষমতা
কালবোশেখি কর্মরতা l