মাথায় যদি পোকা কাটে
ঘুম নেই সারা রাতে
আঙ্গুল হাতে খুটুর খুট
কবিতা ছড়া টুকুর টুক l
লাইক কমেন্ট তেমন পেলে
উৎসাহ ভালোই মেলে
বেড়েই চলে লেখার পাতা
জীবন নদীর হাল খাতা l
নিজেই লিখে নিজেই ছাপে
মহানন্দে মনস্তাপে l
ভাবটা যেমন আসে মনে
সাদা কালোয় পাতায় আনে l
সম্পাদনার নেইকো চাপ
লেখা বাতিলের নেই ঝাঁপ
হলেই শেষ ফেসবুকে l
কিন্তু যদি দাও গ্রুপে,
আ্যডমিনরা ছাঁকুনি ধরে
ডাইনে ? বাঁয়ে ? ওজন করে l
রুচিশীলতার থাকে মান
উপযোগিতার মূল্য সমান l
এই পরীক্ষা উতরে গেলে
লেখা তোমার চোখ মেলে l
কিন্তু সাথেই জবাব আসে
প্রশংসা বা উপহাসে l


নতুন যুগের নতুন চাল
জন্মলগ্নেই কাটতি মাল l