রাত জাগা উৎসবে প্রস্তুতি সমাগম
বাড়ি বাড়ি হয়ে চলে কত সব আয়োজন l
লক্ষ্মী মায়ের পূজা সম্পদশালীনি
মা বোন সন্তানে বরদায়িনী l
পূর্ণিমা যামিনী পথঘাট ঝলমল
অজ পাড়াগাঁয়ে ওঠে বালকের কোলাহল l
বাড়ি বাড়ি আবাহন আরাধনা দেবী মা-র
লক্ষীর ঝাঁপি আসে ঘর ঘর বাংলার l
সম্পদ কুবেরের শ্রী-ভাব নাই তায়
লক্ষ্মী মায়ের হাতে সেই ধন শ্রী পায় l
লক্ষ্মী ছেলের দাবী মেয়ে চায় লক্ষ্মী
ধান-চাল অন্নে পূর্ণ বসতি l
ঘর থাক সুখেতে মাথা হোক শান্ত
লক্ষ্মী মায়ের বরে সৌম্য কান্ত l
মাটি হোক উর্বরা শিল্পের বৃদ্ধি
দেশ জুড়ে হোক শুরু কর্মের সৃষ্টি l
ভক্তিতে, তার শক্তিতে দেবী পান ভবে জন্ম
অন্তর বিকাশে, পরমের প্রকাশে সার্থক কর্ম l