১. রূপ  
রূপের আমি রূপের তুমি
রূপ দিয়ে যায় চেনা
সব রূপেতেই সত্যবাদী
খাঁটি পাকা সোনা l


২. পাওয়া
ফুলের শোভা গানের কলি
সাগর পাহাড় পিছু  
এই জীবনে পেলাম অনেক
দুঃখ তো নাই কিছু l


৩. বিদায়  
দেখতে দেখতে সন্ধ্যা হলো
রাত্রি এল চলে
একটু পরে বিদায় নেবো
রাখছি কথা বলে l


৪. বিচার
কথার পিঠে কথা আসে
তর্কে গড়ায় শেষে
আপন পরে বিচার চলে  
সব যুগে সব দেশে l


৫. স্বার্থপর
একটা কথা বলছি শোনো
তোমরা যদি মিত্র  
বিপদ হলে পাশে থেকো
সদা অহোরাত্র l
হলে কভু তোমার বিপদ
সামলে নিও নিজে  
বিপদমুক্তির খবর দিও
মনে করে নিজে l


৬. সামলে
করছ যতো হুড়োহুড়ি
হবে তাতেই দেরি
সামলে চলো সামলে গড়ো
সময়ে শেষ করো l


৭. অকৃতজ্ঞ
যে শোণিতে জন্ম হলো
যার যত্নেতে বড়ো
চার হাতপায়ে শক্তি জুড়ে
সেই নারীকে ধরো l


৮. স্মরণ


সুদিন যখন চতুর্পানে
সৃষ্টিকর্তা কে ?
বিপদ এলেই তাঁর কথাটা
মনে পড়ে যে !


৯. দৃষ্টি
আমাদের জীবন -
পা গাঁথা মাটিতে
চোখে ঊর্ধ্বগগন !


১০. প্রাচীর
চোখের আড়াল হলেই যেন
উথলে পড়ে প্রেম
সামনে এলেই চাওয়া-পাওয়া
প্রাচীর গড়ে দেন l


১১. গর্জন


বৃষ্টি হয়ে আকাশ করে
প্রেমিক মর্ত্য চুম্বন
বিষম রাগে মেয়ের বাবার
শুরু মেঘগর্জন l


১২. পরিতাপ
যখন ছিল ভোগের সাধ  
সাধ্য ছিল না কাছে
এখন আছে রাজার ধন
ইচ্ছা ছুটেছে পাছে l


১৩. অতীত
অতীত কভু যায় না ছুটে
গভীর মনে থাকে  
নব রূপে দেয় যে ধরা
অবসরের ফাঁকে l


১৪. পাখি
এই এখানে এই সেখানে
মানুষ যেন পাখি
সব ওড়া তার সাঙ্গ হবে
মুদলে দুটি আঁখি l


১৫. রাগ
হঠাৎ যখন রাগ ধরে
দিকবিদিক শূন্য
সময় তার শ্রেষ্ঠ নিদান
নেই চিকিৎসা অন্য l