এইখানে রোদ ওঠে প্রতিদিন
এইখানে আলো হাওয়া খেলে
জীবন খেলে যায় নিজের নিয়মে
এইখানে সব হিসাব যায় মিলে l


দিগন্তে আছে লেখা সমাপতনের কথা
যেখানে মানুষ কাঁধে নেয় নিজ শব
অনুসারী রোদ এইখানে যায় কেঁদে
গাছগুলি উড়ে যায় পুড়ে যায় পাখির শৈশব l


তালপাতা গেঁথে পাখার আদল
ভালোবেসে এনেছিল যে বালিকা  
এইখানে আকাশের গায়ে তাড়িত
ক্ষোভে ক্ষোভে রূপ নেয় কালিকা l