কুলিক নদীর পাড়ে থাকি পাড় ঘেঁষে তাই দাঁড়াই
নদী ও বন আষ্টেপৃষ্ঠে ঘিরেছে শিরদাঁড়ায় l
পানায় ঘেরা সারাবছর বানের জলে ভাসে
দাঁড়ের টানে মাঝির গানে নৌকা জলে ভাসে l
গাছের মাথায় পাখির খেলায় সাদা মেঘের আঁকে
দহে দহে গভীর জলে মাছ খেলে যায় বাঁকে l
পাড় ভেঙে যায় জলের ধারায় নতুন আঁকিবুঁকি
ঘর ছেড়ে যায় ঘরের খোঁজে সকল খোকাখুকি l


সবুজঘেরা জলের ডেরা মেঘ ও রোদের খেলা
সকাল দুপুর বিকাল কাটে এমনি সারা বেলা l
মেলায় গানে প্রেমিক প্রাণে উতল মনের টানে
শহর ছেড়ে গ্রামের পথে হৃদয় অনির্বাণে l
ঢেউ উঠেছে জলের চালে ঢেউ উঠেছে মনে
আলো আঁধার সকল বাধার অন্ত বিসর্জনে l
কুলিক নাচে জলের ধারায় কুলিক গাছে গাছে
কুলিক মানে পাখির বাহার এই তো অতি কাছে l