থাকে জিজ্ঞাসা তার প্রাতঃরাশ বার বার  
আয়োজনে বেলা কাটে সারাদিন শুধু  খাটে
মুখে হাসি সর্বদা তার থেকে কাম্য,
বড় ছোট ভেদ নাই সব পায় যা চায়
ছেলে নাতি বৌমা বিবাহিতা কন্যা
শুধু তাঁর নিজবেলা রাখে নাকো সাম্য l


দিনশেষে চটি পেতে এতটুকু দিয়ে পেটে
সুখ সংসার স্বাদ করে যান আস্বাদ
বুকভরা স্নেহ প্রেম দিয়ে যায় বিলিয়ে,
ছেলে মেয়ে সকলের মঙ্গল আকাঙ্খা ঢের
দেশ ছেড়ে বিদেশেতে আশিসটা যায় ছুটে
এই প্রেম ভালবাসা যাবে কবে মিলিয়ে !


** চলন্তিকা তৃতীয় বর্ষ ১০ম সংখ্যায়, মা সংখ্যা, ফেব্রুয়ারি, ২০২০, মাঘ ১৪২৬ প্রকাশিত, পৃষ্ঠা - ৩১