রাত যখন বারোটা ঘুমিয়ে গোটা পাড়াটা
নিঃশব্দ চারিদিক, নিশুতি রাত ঘনঘোর l
পাড়া অচেনা লাগে আলো আঁধারে ভয় জাগে
ক্লান্ত বাতাস ধীর বয় গায়ে তার নেইকো জোর l
সবাই ঘুমায়, একলা শুধু চাঁদ, আকাশে হাঁটি হাঁটি
জ্যোৎস্না তার ঠিকরে পরে সোনালি বরণ ধুলার মাটি l