সময় চলে সময় থামে সময় যে যায় পিছে
সভ্য সমাজ চলার পথে এগোয় সেটা মিছে l
নিজ অধিকার মানবজাতির বহু লড়ে আদায়
সেই অধিকার যুগে যুগে বারে বারে হারায় l
ডাইনী প্রথা কুসংস্কার আদিম যুগের কথা
শিক্ষা এসে দূর করে দেয় সেই বেদনা ব্যথা l
তবু শুনি ঘুপেচাপে শহরতলি গ্রামে
গণহত্যা জাতিদ্বেষের ঘন আঁধার নামে l


মানুষ মারে মানুষ জ্বালায় মানুষ নিপীড়িত
অত্যাচারের খড়গকৃপাণ মানুষ ভয়ে ভীত l
জ্ঞানের আলো বিকশিত বিদায় আঁধার কালা  
সেই জ্ঞানেতেই বিমানহানা পরমাণু ঢালা l
এইটি ভালো এইটি খারাপ বলেন যারা জোরে  
আপন কালের সীমারেখায় যান পুরোটা ঘুরে l
"হিংসা দূরে, শান্তি এসো" - পথ চলে যায় সামনে  
শান্তিবাদী হিংসা ধরেন মুখ বাঁচিয়ে আইনে l


বর্বরতার আদিম যুগে হাজার লোকের নিধন
গণতন্ত্রে নতুন বেশে কুটিল কঠোর শ্রীধন l
বিরোধশূন্য গণতন্ত্র আমসত্ত্ব কাঁঠালে  
এগোই যত পিছোই ততো সূক্ষ্ম নীতির চালে l