যত রকমের খরচ আমরা করি
তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ
যে খরচটা করি তা হল
খাবারের জন্য l
কারণ এই খাবারটাই সরাসরি
আমাদের শরীরে যায় l
আর যতদিন বেঁচে আছি
এই শরীরটাই তো আমি l


যে পরিমাণ খরচ করি
আমাদের মৌলিক সব প্রয়োজন
মেটাতে, তার মধ্যে সবচেয়ে কম
খরচ যে ক্ষেত্রে করে থাকি
তা হল ঐ খাবার সংগ্রহ করতে l
যে খাবারে শরীর পায় শক্তি, বুদ্ধি
যে টেনে নিয়ে যায় সব দায়, সানন্দে
তার বাজেট বরাদ্দ সবার নীচে l


মধ্যবিত্ত পরিবারে এখন একটি বাড়ি
কম করে কুড়ি থেকে পঁচিশ লাখ l
আর পোষাক ? নিত্য নতুন যা ফ্যাশন
খরচের মোটা অংশ তার জন্য দেয় l
আর ছেলেমেয়ের শিক্ষা, চিকিৎসা ব্যয়
এগুলো তো এড়ানো যায় না l
আছে বিনোদন, মোবাইল, ঘোরাফেরা
উত্সব অনুষ্ঠান, আরো কতো খাত।
সকলের নয়, কিছু লোকের অখাদ্যের জন্যও
থাকে মোটা বাজেট ! তাহলে
রেশনিং করো কিচেনে, ওখানেই কাটছাঁট l
শরীর দিয়ে টাকা আয়, তাকেই দাও কষ্ট !


খাবার বলতে বলছি খাদ্য যা দেয় পুষ্টি
এখানে যে করে অবহেলা তার ভুল দৃষ্টি l