এক দুই তিন চার সংখ্যাকে করে পার
সময়কে ছুঁয়ে ফেলি যেই,
কত কাজ করা বাকি ধরা পড়ে সব ফাঁকি
পুনরায় কাজে মন দেই l


সকাল হলেই শুরু বুক করে দুরুদুরু
ছোটাছুটি শুরু সকলের,
এই কাজ সেই কাজ সব কাজ সামলায়
সয়ে নেয় ঝুঁকি ধকলের l


ভোরের কুয়াশা আলো দুপুরের জমকালো
বিকেলের মৃদু ছায়াবাজি,
গোধূলি বেলার শেষে রাত নামে অবশেষে
বিছানায় শুয়ে পড়ে কাজী l


রাতের স্বপন খেলা প্রহরে প্রহরে বেলা
অধরাকে ধরে ফেলে হাতে,
ঘুম ভেঙে যায় যত ধূ ধূ মরু অবিরত
শূন্যতা থাকে শুধু সাথে l


নীলাভ আকাশ ছুঁয়ে মহীরুহ পড়ে নুয়ে
মাটির কোটরে করে বাস,
রঙ রূপ ধুলো ছায়া কেটে যায় সব মায়া
মাঠে মাঠে সবুজের ঘাস l