আসলে হানা সামলে চলো সামলে রাখো ভাষা
ঐ ভাষাতে রক্ষিত যে তোমার সকল আশা l
তুমি কে বা তোমার অতীত তোমার যত ধন
তোমার যত মনের কথা তোমার আপন জন
ঐ ভাষাতে হাসে খেলে ঐ ভাষাতে বাজে
মাতৃভাষা মায়ের ভাষা লাগাও সকল কাজে l


বিজয়ী জাতি বুদ্ধি করে ভাষাকে দেয় চটকে  
নানারকম বঞ্চনাতে ভাষার ঘাড় মটকে
ভাষার পথে সংস্কৃতি বদল করে তারা
সব হারিয়ে বিজিত জাতি পুরো সর্বহারা
পরের বসন পরের ভূষণ আত্মভোলা জাতি
সেই আনন্দে মেতে থাকে হয়ে আত্মঘাতী l


কিন্তু যদি কোনো জাতি ভাষা ধরে রাখে
হাজার লক্ষ প্রলোভন গায়ে না মাখে
নিজের ভাষার চর্চা যদি করে নিরন্তর
গান কবিতায় সর্ব কাজে ব্যবহার বিস্তর
সেই জাতির অধীনতা ভাঙে সর্ব জাল
হবেই হবে স্বাধীন সে দেশ আজ নয়তো কাল l