কবিকে শব্দশ্রমিক বলছেন কবি নিজেই
শব্দের বোঝা ব'ন, ইমারত গড়েন কল্পনার l
এই শব্দ প্রয়োগে অনুগামী ভক্ত পাঠকেরা
বলছেন বাহ্ বাহ্ l


শ্রমিক তো আমরা সবাই নিশ্চয় l
কিন্তু শ্রমেরও তো অনেক রকমফের আছে !
সেই প্রশ্নে, কবিকে শ্রমিক নামাঙ্কিত করায়
আপত্তি যুক্তির l
শ্রমিক থাকলে তার মালিক থাকবে,
কবি শ্রমিক হলে মালিক কে ?
শ্রমের সঙ্গে মজুরির প্রশ্ন জড়িয়ে থাকে
প্রতিটি কবিতা লেখার শেষে কবি কি মজুরি পান ?
পান কিছু নিশ্চয়, যদি বড়ো পত্রিকায় ছাপা হয় l
কিন্তু সে তো হাতে গোনা, কিছু কবির কিছু কবিতা l
আর অপ্রকাশিত কবিতা, লিটল ম্যাগে প্রকাশিত
তার শ্রমের মজুরি কে দেয় ?


কবিকে শিল্পী বলো, কারণ তার শব্দের ছোঁয়ায়
আকাশ হয় রঙ্গীন l তাকে দ্রষ্টা বলো, কারণ তার
সত্যদর্শনে জীবন পায় পরমার্থ l তাকে জাদুকর বলো,
শব্দখেলায় কাল মহাকাল তার বশীভূত l
কবিকে বণিক, উদ্যোগপতি বলতেও আপত্তি হবার
কথা নয়, কারণ তিনি স্ব - উদ্যোগী,
আপন খেয়ালে আপন ভাবে বিভোর, খুশি দুঃখ
রাগ অনুরাগ রামধনুর সাত রঙ্গা মেঘমেখলা
অনন্ত সন্ধান তার অমৃতের অরূপের অসীমের l


খামোখা কবিকে শ্রমিক বলব কেন, সেই সব শব্দের
শব্দাবলী যা তার অঙ্গুলিহেলনে কথা বলে ঢেউ তোলে l