নাম ও পদবী দেখলেই চেনা যায়
আমার ধর্ম l
গোঁড়া কি না জানি না
তবে নিজ ধর্মকে ভালবাসি l
যখন শুনি
কেউ আমার ধর্মের নিন্দা করছে
মন খারাপ হয়ে যায় l
অবাক হই যখন দেখি
কোনো ভিন্ন ধর্মাবলম্বী নয়
আমার স্বধর্মের লোকেরাই
আমার ধর্মের নিন্দা করছে l
করছে অন্য ধর্মের মানুষদের কাছে
জনপ্রিয় হবার জন্য l
তখন ধিক্কার জানাই সেই ময়ূরপুচ্ছদের l
অন্য ধর্মের কেউ
যখন আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে
তখন তবু তার একটা কারণ বোঝা যায় l
কিন্তু সেও যখন কোনো অন্যায় কথা বলে
উত্তেজনায় মনে হয় তার ধর্মের বিষোদ্গার করি,
কিছু লিখি l কিন্তু কলম হাতে নিয়েই
মনশ্চোখে ভেসে ওঠে ওয়াজেদের মুখ l
আমার সহকর্মী l
বিদ্যালয়ে পঞ্চাশ জন সহকর্মীর মধ্যে
ওকেই যে সবথেকে বেশি ভালবাসি !
ভালোবাসি ওর গুণের জন্য l
মনে ভেসে ওঠে জ্যোতির মুখ l জ্যোতি আলম l
পাশের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী l
আমার সমস্ত সাংস্কৃতিক কাজের একনিষ্ঠ ভক্ত l
আমার প্রেরণাদাতা l
দুজনের নাম বললাম l এমন আছে শত শত l
লিখতে পারিনা l
অন্য ধর্মের বিপক্ষে কিছু লিখতে পারি না l
সহাবস্থান নৈকট্য এনে দেয় l
নৈকট্যের জোরে
সেই কটুভাষী ভিন্নধর্মীর হৃদয় জয় করি l