(প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠফাটা রোদ সেঁকে চামড়া।
..........................................
শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না
প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা;
মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না -
পরো পরো যুদ্ধের সজ্জা।


মে-দিনের কবিতা - সুভাষ মুখোপাধ্যায়)


যে নারীর গর্ভ থেকে জন্ম নিল মানব
সেই নারীর অপমানে পুরুষ কেন দানব ?
কচি কিশোর নাবালিকা তবু কাম জাগে
অকথ্য অত্যাচার করে ছিঁড়ে খায় রাগে l
পেয়ে যায় আশ্রয় শক্তিমানের পায়ে  
বেকসুর বেরিয়ে আসে আদালতের রায়ে l
অপরাধের শাস্তি যদি টলে যায় শুধু  
অপরাধ লাই পেয়ে যায় অপরাধনগর ধু ধু l


অপরাধীর ধর্ম হয় না হয় না কোনো দল
হয় না কোনো দেশ, জাতি - অপরাধী কেবল l
শাস্তি যদি কঠোর হতো এবং হতো দ্রুত
দৃষ্টান্ততে শিক্ষা মিলত পেলে আইনের গুঁতো l
সবকিছুর ঊর্ধ্বে উঠে শাস্তিবিধান করো
সমান নিরাপত্তা নারীরা পাক যতটা পায় নর l