অবসর হাতে বন্ধুরা সাথে দোকানেই বসে থাকা
চা পানটা চলে বিড়ি দলবলে শুধু শুধু বাজে বকা l
গ্রাহকরা আসে খায় প্রাতরাশে  চপ সিঙ্গারা চলে
এর মাঝে কিছু অনাথ সে শিশু দুর্বল স্বরে বলে l  
হাত পেতে যাচে সকলের কাছে, দাও দাও দুটি কড়ি
লোভাতুর আশে চায় আশেপাশে সজল নয়ন ধরি  l


গ্রাহকরা ভাগে দোকানীটা রাগে, দূর ভাগ্ বলে বকে
মাঝখানে সেই মাধাইটা যেই দোকানেতে এসে ঢোকে l
ডেকে ডেকে বলে খাও সবে মিলে মন যাহা চায় তাই  
খাও পেট ভরে খুশি অন্তরে ভাই l
দোকানীকে ডাকে বলে সেই ফাঁকে দিওনা ওদের ফাঁকি  
গ্রাহকরা পায় ওরাও তো চায়, না হয় দাও না বাকি  l
গ্রাহকরা খায় নগদটা পাই, ওদের কে দিবে বলো ?
ওপরেতে হবে, যবে চলে যাবে, ওটাই তোমার, চলো l
সব রয়ে যাবে এই ধরা ভবে ওপারেতে কিছু নাও
এইসব শিশু এযুগের যীশু এদের দুঃখটাও !


দোকানীটা ভয়ে ঘাবড়িয়ে গিয়ে দোকানটা করে খালি  
একি জ্বালা মাগো সকলেই ভাগো এযে ইহকালে কালি !
টাকা নাই যার কি বা দরকার ঝামেলায় কেন থাকা
বিড়ি ফোঁকে যারা, কি বুঝবে তারা, সংসার ভার চাকা
দোকানীটা জেদী অনুরোধ ভেদি ছিটকিনি দেয় তুলে
মাধাইটা চলে শিশু দলবলে মান অপমান ভুলে  l
নিকটেই ছিল সেখানেই গেল অন্য দোকান খানি
বেঞ্চিতে বসি মন হাসিখুশি খাবারটা দেয় আনি l
শুধু তারা নয় আরো কতিপয় মাঝপথে এলো দলে
যত তারা এলো যে যা হাতে পেল দিল নিজ নিজ গলে l
টাকাসব নিয়ে বিলখানি দিয়ে মাধাইটা নিজ বাড়ি
ভুলে গেছে সে-তো নিতে তাকে হতো বউমার এক শাড়ি l


টাকা চিরদিন তার কাছে হীন ফিকিরটা শুধু চাই  
হাবিজাবি করে, ভালো অন্তরে , বিধাতার খুশি তাই l