সাঁকোর তলা দিয়ে বয়ে গেছে জল
জলে বয়ে গেছে সৃষ্টি, আবর্জনা,
যে হাত গড়েছে স্থাপত্য ইতিহাসে
সেই হাত ভেঙেছে হিরোশিমা l


লড়াইয়ে অধিকার হয়েছে আদায়
লড়াইয়েই মানবতা গেছে হেরে l
বনে ফুটে গেছে ফুল যুগে যুগে
ফুলে ফলে সুন্দর সুরে l


ফুল নিয়ে খেলে গেছে সভ্যতা
রঙে রঙে দিগন্ত ভাস্বর,
সেই রঙে ছিটিয়েছে কালি
ছিটিয়েছে কালি কিছু নশ্বর l


দেশে দেশে যুগে যুগে পিচ্ছিল
ঘরে ঘরে পালক ও মানবের
পিচ্ছিল পথ এই চলবার
ঘরে ঘরে শয়তান দানবের l


সাজানো গোছানো এই উদ্যান
শিকারের লক্ষ্য ছলনার
বিপদ আপদ সব এড়িয়ে
শেষ নেই লাভ ক্ষতি গণনার l


(** সেতু ১৫ বর্ষ ৪০ তম সংখ্যা অক্টোবর ২০২১ এ প্রকাশিত)