১.
যতো বেঁধে বেঁধে রাখো যতো প্রিয়জন
প্রেম যদি কড়া নাড়ে উতলা এ মন,
প্রেমে নাই উঁচু নিচু নাই জাতি দেশ
প্রেমে নাই বয়সের বিভেদ বিশেষ l


২.
ছিল এক কোণে দেশে সুন্দরী এক
ছবি তার পোষ্ট করে বলে - দেখ দেখ,
ছবি দেখে গলে যায় ছেলে থেকে বুড়ো
কবিতায় খেলে ওঠে কবি এক পুরো l


৩.
কবিতা ছড়ায় ও গল্পে সে ধরে
রূপ সেই রূপসীর এক এক করে,
বিধাতা দিয়েছে তাকে রূপের সাগর
কবির কলমে ফোটে তাই পর পর l


৪.
শরীরের যতো খাঁজ ঢল যতো আছে
সব ধরা পড়ে সেই কবিতার কাছে,
এক এক করে ছবি দেয় সুন্দরী
ছবিগুলো তুলে ধরে রূপবতী নারী l


৫.
একেক ছবিতে তার একেক প্রকাশ
চেয়ে চেয়ে দেখে তবু মেটে নাকো আশ,
আরো ছবি আরো ছবি চেয়ে যায় কবি
কবিতায় ফুটে ওঠে রূপসীর ছবি l


৬.
ছবি আর কবিতায় দিনগুলি কেটে যায়
মানুষের মন সে তো মোমের পুতুল,
কেউ যায় রূপে গলে কেউ যায় কবিতায়
করে ফেলে তারা সেই মানবিক ভুল l


৭.
রূপে গলে যায় কবি আবেগের ভরাডুবি
বয়স মানে না কোনো এমনই তা বুনো,
ষাটের যুবক কবি দেখে যুবতীর ছবি
আঠারোর রূপসী সে দেয় প্রেমে ধুনো l


৮.
অনেক অনেক ছবি দেখে যায় সেই কবি
কতো নানা পোজ দিয়ে রূপসী পাঠায়,
- এই মেয়েকে যদি পাও সামনে তোমার পুরো
কি করবে বলো দেখি, সেটাও শুধায় l


৯.
আকারে ও ইঙ্গিতে ভাবে আর ভঙ্গিতে
রূপসীর মায়াজালে কবি পড়ে ঘেরা,
ধীরে ধীরে একে একে পুরুষ কামনা তার
ভাষায় বাইরে আনে সুন্দরী সেরা l


১০.
উভয়ের সহমতে প্রেম যায় গাছে উঠে
অনেক মনের কথা হয় চালাচালি,
শরীরের খাঁজ তার ঢেউ ঢেউ এ বিস্তার
সেই ঢেউ এ ভেসে যায় কবির বিচালি l


১১.
আহ্বান করে মেয়ে তার ঘরে প্রেমিককে
চলে এসো এই দেহ নিয়ে খেলা করো,
সারা দিন তুমি আমি করে যাবো দুষ্টুমি
আমাকে আদর করো যতো তুমি পারো l


১২.
মেধাবী সে সুন্দরী পড়াশোনা করে ভালো
পড়ার কারণে দেয় প্রেমের বিরতি,
একুশের ফাইনালে খুব ভালো করবে সে
এইটুকু সময়ের করে সে মিনতি l


১৩.
প্রেম শুধু ভালো চায় দূরে থাকা সয়ে যায়
পড়ার চাপের কাছে সাময়িক হার,
পড়ো তুমি ভালমত মাথা করে উন্নত
জীবনে দাঁড়ানো সেটা খুবই দরকার l


১৪.
বছর বছর তার রাশি রাশি নম্বর
পড়াশোনা প্রায়োরিটি বরাবর তার,
আঠারোয় এসে শুধু শরীরের যন্ত্রণা
খুঁজে ফেরে সাথী এক বড় দরকার l


১৫.
যেমন বয়স বাড়ে শরীরের সাথে সাথে
মনে তার জেগে ওঠে দেহজ কামনা,
পোজ দেয় ছবি তোলে থাকে এই নিয়ে ভুলে
মনে তার জেগে ওঠে প্রেমের বাসনা l


১৬.
সেই ছবি দিয়ে বাঁধে প্রেমিক সে কতো কতো
শরীরের ভাঁজে ভাঁজে ঢেউ উঠে তার,
পুরুষেরা পর পর জালে তার ধরা পড়ে
মেধাবী সে সুন্দরী রূপের বাহার l


১৭.
বিধাতার কেরামতি করে এই পরিণতি
সুন্দরী শেষে পায় মনের খোরাক,
শরীর যদিও আছে তবুও তো সুন্দরী
চিরকাল শুনে গেছে কবিতার হাঁক l


১৮.
কবিতার সাথে আছে জনমের বাঁধা ডোর
কবিদের প্রেরণায় সুন্দরী আসে,
ছবি দেখে লিখে যায় যতো লেখে ততো পায়
দুজনেই দুজনকে খুব ভালোবাসে l


১৯.
কবিতায় গল্পে বেশি কম অল্পে
দিনে দিনে মেলে ধরে রূপের বাহার,
যতো পায় ততো চায় কবি শুধু লিখে যায়
সাথে তো কবিও পায় রূপের আহার l


২০.
মন খুলে বলে যায় কামনা ও বাসনা
সহমতে বেঁধে যায় অমোঘ সে টানে,
দিনে দিনে প্রতিদিনে ছবি আর কবিতায়
বেঁধে যায় সুন্দরী কবিতায় গানে l


২১.
তবু মাঝে ওঠে টান সুন্দরী পড়া-প্রাণ
প্রেমের বিরতি দিয়ে পাঠে দেয় মন,
আপত্তি নাই কোনো যাও তুমি পড়ো প্রিয়
কষ্টটা মেনে নেয় প্রাণপ্রিয় জন l


২২.
এই আসে এই যায় নেট অফ থাকে প্রায়
শুধু মাঝে মাঝে এসে প্রদীপটা জ্বালে,
প্রেমিক তাতেই খুশি ভালবাসা রাশি রাশি
ওইটুকু সময়েই বাঁধে প্রেম জালে l


২৩.
জানে তারা ভালো করে অসম এ প্রেমখানা
কোনোদিন পাবে না তা সামজিক গতি,
তবু এই ভালবাসা সত্যেই পুরো ঠাসা
এনেছে তাদের কাছে অমোঘ নিয়তি l


২৪.
তাদের এ ভালবাসা শরীর ও মনে ঠাসা
শরীরকে ছুঁয়ে তারা যাবে বহুদূর,
সুন্দরী রূপ পাবে রূপের কদর পাবে
সেই রূপ পেয়ে যাবে কবিতায় সুর l


২৫.
গল্প কবিতা গানে রূপ তার আশমানে
কবির প্রেমের ছোঁয়া করে তা অমর,
শরীরকে সাথে নিয়ে প্রেমকে পেয়েছে তারা
কবির লেখায় আসে কোটাল জোয়ার l


২৬.
সেই লেখা ক্রমে ক্রমে ছড়ায় তা দেশে দেশে
যুগে যুগে সুন্দরী পেয়ে যায় মান,
হোক না অসম প্রেম বাধা করে জয় তারা
সেই লেখা এনে দেয় কবিসম্মান l


২৭.
প্রেমের বয়স নেই নেই কোনো উঁচু নীচু
আছে শুধু বিশ্বাস আছে ভালবাসা,
শরীরকে বাদ দিয়ে হয় না কখনো তা
শরীর দিয়েই শুরু সেই কাছে আসা l


২৮.
প্রেম মানে সম্মান এক থেকে অপরের
পুরোটা উজাড় করে দেয় দেহ মন,
প্রকৃত প্রেমিক যারা তারাই তা খুঁজে পায়
খুঁজে পায় প্রেমের সে অমূল্য ধন l


২৯.
কোয়েলের কুহুতান দেহ জুড়ে খেলে গান
অসমান ঢেউ খেলে খাঁজে খাঁজে তার,
সেই খাঁজে খোঁচা খেয়ে শরীরকে ছুঁয়ে নিয়ে
ধীরে ধীরে কাব্যের হয় বিস্তার l


৩০.
যুগে যুগে তাই দেখি পুরো যেন মাখামাখি
কবিতা ও সুন্দরী হাত ধরে চলে,
সুন্দরী কাছে এলে কবিপ্রাণ যায় খেলে
প্রেমভাব যতো তার কবিতায় বলে l


৩১
সনেটে ও কবিতায় গল্প ও নভেলেটে
আঁকা ছবি, তোলা ছবি যত কারুকাজ,
সবখানে প্রেম যেন আছে জাল বিছিয়ে
প্রেম ছাড়া এ জগৎ ধূ ধূ ভূমি আজ l


৩২.
এত প্রেম এত ভাব এত কথা এত সাজ
নয় সে তো বাহিরের ভেতরেই আছে,
শুনেছে যে ডাক তার প্রেম করে বিস্তার
অন্তর প্রেমময় প্রেমিকের কাছে l


৩৩.
আছে ঘর সংসার দায়িত্ব আছে তার
ঠিকঠাক ধারা মেনে চলে দেখি নাও,
শত জনমের প্রেম হঠাৎ সে সামনে
বজ্র আঁটুনি ঘর ভেঙে পড়ে তাও l


৩৪.
সংসারে প্রেম আছে আর আছে - দাও দাও
সাথে আছে হারানোর ভয়ভীতিটুকু,
দিনরাত লড়ে যায় তবুও তো কাছে পায়
বছর বছর পাই কচি খোকাখুকু l


৩৫.
প্রেম যেটা বাঁধা নেই আছে শুধু হৃদয়েই
সর্বদা আশঙ্কা হারানোর ভয়,
এই আছে এই নেই চিন্তিত দুজনেই
প্রেম যেন যুদ্ধের জিতে নেয়া জয় l


৩৬.
কবিতা ও সুন্দরী অমোঘ বাঁধন তার
পাশাপাশি এলে পরে খেলে যায় রোদ,
সেই রোদে ঝলমল সৃষ্টিও উজ্জ্বল
দেশে দেশে যুগে যুগে জেগেছে এ বোধ l


৩৭.
এসো এসো সুন্দরী হাতে হাত ধরাধরি
সেজে উঠি গেয়ে উঠি খেলে উঠি প্রাণে,
বলে যা বলুক লোকে প্রেমে হই মাতোয়ারা
প্রেমের পথেই মাতি কবিতায় গানে l