(সদ্য প্রয়াত দুই বাঙলার প্রিয় লোকসঙ্গীত শিল্পী, দোহার ব্যান্ড দলের স্রষ্টা, গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য স্মরণে l)


ধূপের গন্ধ উঠলো ভেসে ফুলের শোভা দেহের পর
দোহার গানে মাতিয়ে ভুবন, স্বর্গরথে, নিজের ঘর l
গান এসেছে মাটির পানে দুই বাঙলার প্রাণের ঘ্রাণ
একতারা আর দোতারাতে সুর বেঁধেছে অসমান l
হারানো লেখা খুঁজে এনে নিজেও লেখেন অনেক গান
সুর বসিয়ে দেহ নাচিয়ে লোকগানের দল বানান l
দুই বাঙলার জাতিস্মর, মনের মানুষ, ভুবন মাঝি
থাকল অমর সৃষ্টি তোমার, কথা এবং সুরের সাজি l
গান পেয়েছে সঙ্গ তোমার মন নেচেছে মুর্ছনায়
ছন্দ দোলায় শরীর দোলে বাণী দেবীর বন্দনায় l
দোহার যখন মাঝ গগনে দিন দুপুরে সূর্যডোবা
হঠাৎ সব ওলটপালট, ধূপের গন্ধ, ফুলের শোভা l
জন্ম সাথেই যাবার দিনের পরোয়ানাটা সঙ্গে আসে
বাউল গানে, হরিনামে, আলখাল্লায়, ফকিরবেশে l