একেক দিনে একেক দিকে এরকম যায় শোনা
কসবা, কখনো কর্ণজোড়া সবদিকে পথ গোনা,
কুলিক বনের গহন ভিতরে সেখানেও চলাচল
কসরত কতো করে যায়, একা নয় সাথে দল l


দিনে দিনে যায় ঝরে
মেদগুলি ঝরে পড়ে
শীর্ণ থেকে শীর্ণতর স্লিম বলে যাকে পুরো
দেখে তাকে জ্বলে জোয়ানের থেকে বুড়ো l


কোনোদিকে নেই তাল
যেই না হয় সকাল
সকাল হলেই ছোট ব্যাগ কাঁধে ম্যারাথন শুরু তার
ঝমঝম দিনে বৃষ্টি বাদলে শুধু তার মুখ ভার l


বসে একা গৃহকোণে
সুর নেই কোনো মনে
যতবার করে শরীরচর্চা শুধু কেটে যায় তাল
বারেবারে বিরক্ত হয়ে শেষে ছেড়ে দেয় হাল l


খোলা পরিবেশে নদী মাঠ বনে মুক্ত সড়ক পথে
ছুটে চলে আপন খেয়ালে ছন্দ তালের স্রোতে,
ছুটে চলে আর পায় পারাবার আকাশ নিশানা তার
দিন প্রতিদিন বাঁধা ঘেরাটোপ টপকে সাগর পার l


ব্যথা জাগে মনে শুধু
করোনায় মাঠ ধুধু
যায় না দেখা বাকিদের মাঠের কোনো কোণে
কবে আবার মিলবে সবাই প্রহর যায় সে গুনে l


দিনগুলি ভুল ঠিক যায় ঠিক চলে
সকালে ওঠেন রবি সাঁঝে রবি ঢলে,
দিনজুড়ে দৌড়ঝাঁপ হিসাব মেলানো
কখনো খেলনা নিজে, কখনো খেলানো l


জীবনের খেলাগুলো সামলিয়ে ঠিক
প্রতিটি জীবন করে আলো চিকচিক,
হাসিমজা আমোদের ধারা বয়ে যায়
দুখে ভরা জীবনের পরম্পরায় l


এত বড়ো পৃথিবীতে কে যে কার চেনা
কিছুদিন কাছে থাকা কিছু চেনাজানা,
সময় সাগর তার সীমা পরিসীমা
পড়ে না কিছুতে বাঁধা, অপার মহিমা l
৮৮৩