প্রথম পাঁঠা এলো ঘরে
দুর্গা পূজা বলি তরে l
পূজা তখন বহু বাকি
পাঁঠা-টাও তো ছোট, না কি ?
ঘাস পাতাটা খেয়ে খেয়ে
যত্ন আদি পেয়ে পেয়ে,
দিনকে দিন বাড়ে পাঁঠা
নাতি নাতনি কি মজাটা !


দিদিমার যে দৈন্য ঘরে
পাঁঠা স্বপ্ন ? কি ভাবে রে !
প্রতিবারেই সব ঘরে
পূজায় কত পাঁঠা পড়ে
অল্প মাস ভোগ রূপে
আসত কিছু মেপে মেপে l
সেটাই খেত চেটে পুটে
দিদূন নাতি ছেলে মে-তে l
নিমন্ত্রণ জোটে কিছু
যেত দিদার পিছু পিছু l


এবার তবে গোটা পাঁঠা !
হস্তগত দুনিয়াটা l
খুশি যে মানে নাকো বাঁধ
এবার তবে মেটে সাধ !
মনেতে এত খুশি পেয়ে
রাস্তাঘাটে নেচে গেয়ে
হাঁপিয়ে নাতি ফেরে ঘরে
আদর করে দিদা-টারে l


আম বেচে যে হল টাকা
সহজে পেল এই পাঁঠা l
নাতি-নাতনি মন কাঁদে
দিদার মনে সাধ জাগে,
এবার তবে ঘরে খাও
যেমন খুশি মাস পাও l
মা-বাপ ত্যাগী ছেলেপুলে
দুখী দিদার মন ছুঁলে !