বাংলা নয়, উর্দু - বললো পাকিস্তান
বাংলা নয়, অসমিয়া - বললো আসাম
নাছোড়বান্দা বাঙালি মানলো না সে আদেশ
বসে পড়লো, ঢাকার রাজপথে, শিলচর স্টেশনে
মাতৃভাষা ব্যবহারের দাবিতে মুখরিত হলো আকাশ


ভীতু শাসকের দল ! তার উর্দিধারী পুলিশ
বন্দুক উঁচিয়ে ধরলো আন্দোলনকারীদের উদ্দেশে
ভয়কে জয় করে শ্লোগান উঠলো -
"সরকারি কাজে বাংলাভাষার ব্যবহার চাই l"
ছুটলো গুলি l একে একে মায়ের কোল খালি করে
রাজপথ, রেলপথ শহীদের রক্তে রঙিন হয়ে উঠলো


এই বলিদান বৃথা যায় নি l
মাতৃভাষা ব্যবহারের আন্দোলন
জন্ম দিল স্বাধীন দেশ, বাংলা রাষ্ট্রভাষা l
আসামে বাঙালি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে
বাংলা হলো সরকারি ভাষা l


শাসক তুমি যতো নিষ্ঠুর হও
মানুষের অধিকার যতো কেড়ে নাও
মুষ্ঠিবদ্ধ হাত শহীদের বলিদান
প্রতি পদে বুঝে নিবে তার প্রতিদান l