রায়গঞ্জ পশ্চিমবঙ্গের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার জেলা শহর l পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে ১৯৯২ সালের ১লা এপ্রিল উত্তর ও দক্ষিণ দিনাজপুর নামে দুই জেলার জন্ম হয় l স্বাধীনতার সময় থেকেই রায়গঞ্জ শহরে সাহিত্যচর্চার বিশেষ চল আছে l জেলার বহু কবি সাহিত্যিক রাজ্যভিত্তিক পত্রপত্রিকায় লেখেন l অনেকেরই কাব্যগ্রন্থ, গল্প সংকলন প্রকাশিত হয়েছে l বহু সাহিত্যভিত্তিক পত্রপত্রিকা এই শহর থেকে বার হয় l তার মধ্যে কিছু কিছু পত্রিকা কিছুদিন চলার পর বন্ধ হয়ে গেছে l কিছু পত্রিকা সব বাধাবিপত্তি এড়িয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকাশের ঐতিহ্য ধরে রেখেছে l সৌরেন চৌধুরী ও অরুণ চক্রবর্তী সম্পাদিত 'চয়ন' পত্রিকা এরকমই বিরল কৃতিত্ব অর্জন করেছে l বিগত ৪০ বছর ধরে ধারাবাহিকভাবে পত্রিকাটি প্রকাশিত হয়ে চলেছে l ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে এই পত্রিকার উদ্যোগে ত্রৈমাসিক এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয় বিগত ১১-০৩-২০১৮ তারিখ রবিবার স্থানীয় বাণিজ্য ভবনে l রায়গঞ্জ শহর তথা এই জেলার বহু নবীন ও প্রবীন কবি, সাহিত্যিক ও প্রবন্ধকার এই সাহিত্য বাসরে যোগদান করে নিজ নিজ রচনা পাঠ করেন l অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল তিনটি চারটি কবিতা পাঠ হয়ে যাবার পর প্রবীণ কবিদের দ্বারা সেই কবিতাগুলির ওপর আলোচনা l মনোজ্ঞ  এই বাসর উপস্থিত সকলের মন জয় করে l