টাকা আছে টাকা নেই
দু কথাই সত্য
জ্ঞানী গুণী বুঝে যান
এই গূঢ় তত্ত্ব l


কোন্ খাতে যাবে টাকা
হক কথা এইটা
তাই যারা বোঝে নাকো  
দূরত্ব সেইটা l


শুধু শুধু শোরগোলে
আকাশটা মাতল
কাকে দিলে কি সে লাভ
কার কিসে ফাটলো l


টাকা পায় কোথা থেকে ?
প্রশ্নটা ফালতু
টাকা যে নাড়েচাড়ে
তার কাজে পালতু l


নেয়া আর দেয়া নিয়ে
জগতটা চলছে
প্রকৃতির প্রতি কণা
সেই কথা বলছে l


যুগে যুগে এক নীতি
কম বেশি এই তো
তবু কিছু নিন্দুকে
শোরগোলে ব্যস্ত l