কোথা থেকে আসে নদী কোথা শেষে যায়
জানবার সহজেই আছে সে উপায়,
পাহাড়েই শুরু তার সাগরেই শেষ
ভুগোলেতে লেখা আছে সব সবিশেষ l


তিন গতি বর্ণনা বিস্তারে পাই
আছে তার ইতিকথা প্রতিটি পাতায়,
ভাঙা গড়া কাজ তার সৃষ্টি চাকায়
পাহাড়ের ভাঙাগুলি ভূমিতে সাজায় l


এই কূল ভাঙে নদী ওই কূল গড়ে
ছাত্রেরা সেই কথা ভূগোলেই পড়ে,
মানুষের বন্ধু সে শত্রু আবার
তার তীরে গড়ে ওঠা শহর সাবাড় l


নদী মানে বয়ে চলা নদী মানে গতি
সেই গতি থেমে গেলে আছে দুর্গতি,
পানা আর ময়লায় মজে গিয়ে শেষে
মরে যায় নদীগুলো নানা দেশে দেশে l


নদী মরে তার দোষ নদীর তো নয়
মানুষের কীর্তিতে এই ক্ষতি হয়,
বাঁধ দিয়ে শত শত গতিপথ রুখে
নদীর জীবন সে ভরে দেয় দুখে l