প্রভাত বেলায় ফুলের খেলায় দিন-রাঙা কত রঙ
ঘর পর পর পাড়ার ভিতর পুকুরেতে মাছরাঙ l
রাত অবশেষে শক্তিটা আসে উৎসাহ বহু বাড়ে
তবু যে ঘুমায় যায় যে হারায় জীবনী-শক্তি কাড়ে l
ঘর্ঘর বেগে পরম আবেগে জীবন নাটিকা শুরু
হাঁক ডাক চলে গগন অতলে ধুুপ ধাপ দুরু দুরু l
কত কাজ মাঝে দুনিয়াটা সাজে বিশাল খামার বাড়ি
চলে ভাঙা গড়া আসে আর যায়  অবিরাম সেই গাড়ি l


গণনা জটিল মানব কুটিল কেউ পায় চাঁদ হাতে
পেয়েও হারায় আবার বা পায় কেউ সুখী দুধে-ভাতে l
জগতে যা কিছু সব তার পিছু চোখ কভু নাহি   মোদে  
এত যে জোগাড় এত কারবার শেষকালে সব শোধে l
প্রতি পলে দেখা চোখে চোখে রাখা তবু সাবধানী মরে
যত্ন না নেয় শুধু ফেলে দেয় - সব ধন তার ঘরে l
নিয়মটা আছে তাই নিয়ে বাঁচে কভু অনিয়মে প্রাপ্তি
শান্তিটা রবে মধুর কলরবে চিরশান্তি-টা শাস্তি l