তুমি যখন যাবে চলে রাখবে ফেলে কি
বাড়ি ঘর আর টাকা পয়সা এসব শুধু, ছিঃ !
বাড়ি ঘর তো সবাই করে রাখে মনে কে ?
টাকা পয়সা যতই কামাক নাম কি লিখেছে ?
নাম তো থাকে গভর্নরের যার হাতে সেই মালিক
কেবল শুধু হাত বদলায় চঞ্চলতার শালিখ l
গড়ো কিছু তো তাজমহল অন্য গড়া বৃথা
আয় তবেই আয় হলো যদি পায় অমরতা l


অ্যারিস্টটল শেক্সপিয়র আজও বেঁচে আছেন
কালিদাস আর কবিগুরু নিত্য হেথা বাঁচেন l
বাঁচতে হলে তেমন বাঁচ মরার পরেও আছো
জগৎ কিছু চায় যে তেমন চিরায়ত সাঁকো l
বাড়িঘর আর টাকা পয়সা সন্তানেরা নেবে
দুহাত ভরে খরচা করে তোমায় কাঙাল ক'বে l
জগৎ যখন নেয় কিছু, সুদ-আসলে ধরে
দীন দুনিয়ার সেবায় লেগে তোমায় অমর করে I