ছোট কিছু ছেলে দলে এসে মেলে করবে দেবীর পূজা
পাড়াখানা ঘোরে তাড়াহুড়ো করে বাড়িগুলি চলে খোঁজা l
দাদাখানি জোটে প্রভাবশালী বটে অর্ণব মন্ডল নাম তার
ভরসাটা দেয়, হবে যা ব্যয়, নিবে তার দায়ভার l
মন্ত্রণা চলে সক্কলে মিলে পূজায় কি হবে সাজ
খেলাধুলা হবে সঙ্গীত রবে খুশিখানা জমে আজ l
রাত্রিটা জাগে ঠান্ডাটা লাগে উৎসাহ দেয় গান
বাঁশ দড়ি নিয়ে কাপড়টা দিয়ে প্যান্ডেল আসমান l
প্যান্ডেল হলো প্রতিমাটা এল চেয়ে থাকে সব তাই
এত কিছু সব জুটল আজব প্রথম বছরটায় l
সকাল না হতে এসে সব জোটে উৎসাহে ফোটে সব
ফল ফুল যত প্রয়োজন মতো আর সাথে কলরব l
স্নান করে এলে পুরুতটা মেলে ভক্তিতে পূজা শুরু
মন্ত্রটা চলে গম্ভীর গলে কাঁসর ঘন্টা গুরু l
পূজা অন্তিমে পূস্পান্জলি ক্রমে নেয় সক্কলে
দক্ষিণা দিলে পুরুতটা গেলে প্রসাদ সবার মেলে l
দিনভর জুড়ে খুশি হুল্লোড়ে হয়ে চলে নানা খেলা
চলে বহু কিছু তার সাথে শিশুকিশোরের লাগে মেলা l
উপহার এলে আনন্দ মেলে ছেলেদের হাতে চাঁদ
করি হুটোপুটি আনন্দ লুটি মাতা-পিতা নয় বাদ l
রাত্রিটা হলে আলোগুলি জ্বলে জব্বর রোশনাই !
ডিজে দুটি বাজে পূর্বাশা রাজে আনন্দ বয়ে যায় l
শিল্পী সে কত আসে অবিরত ফাংশান রাত যায়
মাঠ গেল ভরে কত আবদারে দাবীমতো গান গায় l
পরদিন সাঁঝে বাজনার মাঝে নাচ চলে তাল মিলে
প্রতিমাটা নিয়ে নদীতীরে গিয়ে দেয় তায় জলে ফেলে l
তারপর এসে হিসাবেতে বসে পাওনাটা পায় সব
সব আগে মত যেথা ছিল যত শেষ হয় কলরব l


এইসব মাঝে ভাবনাটা বাজে দুরন্ত যত ছেলে
পড়াশুনা করে হুল্লোড় করে খড়কুটো নাহি ছুঁলে l
সেই তারা যবে কাজ ঘাড়ে নিবে সামলায় গোটা সব
কাজ যত ঘাড়ে সুন্দর সারে একতার আনে রব l
ঘরে প্রত্যেকে একা একা থাকে পরমাণু পরিবার
পূজা এক হেতু হয় কাজে পটু সমাজটা গড়বার l