শয়ে শয়ে ছাত্ররা ছাত্রীরা সাথে
রোজ এসে জমা হতো স্কুল বাড়িটাতে l
ঢং ঢং ঘণ্টা বেজে যেত তাই
প্রার্থনা লাইনে দাঁড়াতো সবাই l
তারপর সারি করে নিজ নিজ ক্লাসে
পর পর পিরিয়ডে স্যার ম্যাম আসে l
ভাষা ও গণিত সাথে বিজ্ঞান পড়া
ইতিহাস ভূগোলে বিবৃত ধরা l
পদার্থবিদ্যা রসায়ন করে
অর্থনীতির পরে দর্শন পড়ে,
শারীরিক শিক্ষা, কর্মেরও তাই
বহুমুখী শিক্ষার আয়োজনটাই l
পড়া আর তার সাথে চলে খেলাধুলা
বছরের নানা দিনে উৎসব মেলা l
গান নাচ নাটকে কবিতা পড়ায়
মেতে উঠে ছেলেমেয়ে ছন্দ ছড়ায় l


শাসন ও ভালোবাসা জুড়ে যেত ফ্রেমে
স্কুলবাড়ি সকলকে টেনে রাখে প্রেমে l
পরীক্ষা পাশ করে বছরের শেষে
ঠিক তারা চলে যেত উপরের ক্লাসে l
হেড স্যার, বাকি স্যার, আর যতো ম্যাম
সকলেই সর্বদা সেরাটুকু দেন l
এছাড়াও অফিসের দাদা দিদি তাঁরা
চলতো না দিনগুলি তাঁদেরকে ছাড়া l
মনোরম পরিবেশে দুপুর আহার
বই, খাতা, জুতা, ব্যাগ সাথে উপহার l
সরকারী যোজনায় সাইকেল মেলে
স্কুলে আসে ছেলেমেয়ে সেই সাইকেলে l
পড়ে খেলে মেলে আর গায় একসাথে
ইস্কুল টান ওঠে প্রতিদিন প্রাতে l


করোনার অভিঘাতে এ কি হলো হায়
দিনগুলি মাসগুলি বৃথা চলে যায় !
কলরোল শোরগোল পড়া খেলা গান
ডিজিটাল সবকিছু ভরেনাকো প্রাণ l
মন চায় মিলে যেতে সমবেত স্রোতে
স্কুলবাড়ি ডাক দেয় অন্তর হতে l
৮৬৬