বিয়ের পিঁড়িতে বসবে মেয়েটি প্রস্তুতি তার চলছে জোর
রকম সকম বকম বকম মেয়ের বাবার চোখেতে ঘোর l
লক্ষ কয়েক পণের দাবিটা মিটাতে হবেই দানের সাথে
জমি-বাড়ি যাক্ বিকিয়ে সকল, সিঁদুর জুটুক মেয়ের মাথে l
পণপ্রথা এই ব্যবস্থাখানি যুগের বদল হয়েও আছে
আইনকানুন আন্দোলনের রবটা যতই উঠুক গাছে l


নতুন যুগের আরেকটি পণ জুড়লো এখন চাকরি সাথে
সার্টিফিকেট জ্ঞানের বহর যতই থাকুক তোমার মাথে l
বুভুক্ষু ঐ আমলাগুলির সাথেই থাকেন তাবৎ নেতা
জমি-বাড়ি যায় বিকিয়ে সকল চাকরি কেনার এ সমঝোতা l
বিয়ের পণের বিরুদ্ধে ঐ দাঁড়ায় সমাজ, সংবিধান
চাকরি পণের বিরোধটা হোক,  হোক না বিরোধ লড়িয়ে জান l