যেমন আসে কল্পনা সব
চিত্রকল্প মালা
উপমা রূপক অপরূপ বেশ
কথার যাদুখেলা
এমন কেন হয় না বলো
সকল কবির বেলা ?


লিখতে গেলেই বাস্তবটা
ভাসে মনের চোখে
শব্দ বাক্য নিজেই গড়ে
তাদের দিয়ে লেখে l
অভিজ্ঞতা অনুভূতি
মুখোশ ছাড়াই এঁকে l


কবিতা কেমন আড়াল করে
রহস্যময় কথা
ভাঙতে অর্থ পাঠককুলের
শরীর বোধে ব্যথা
সেই কবিতা কাল পেরোয়
নিত্য নতুন গাথা l


সুন্দরের সাধনা ছাড়াও
আছে বহু কাজ
অসুন্দরের শক্তিবৃদ্ধি
সমাজজুড়ে রাজ
তাদের মুখোশ উন্মোচনে
কবিতা ব্যস্ত আজ l  


সময় ধরে রচিত যা
অনুভবের ফসল
পাল্টে গেলেও সময়, সেটা
হয় না কভু বিফল
মানবসমাজ চিরকালই
পোহায় একই ধকল l


ইতিহাসের শিক্ষা বলে
পোশাক শুধু ভিন্ন
যুগে যুগে কালে কালে
পড়ছে কেউ অন্য
সভ্যতার অধুনা দেহে
বাস নিয়েছে বন্য l


শোষণ এবং অত্যাচার
সব যুগেতেই বর্তমান
রকম সকম পাল্টে গিয়ে
হাস্যমুখে মর্ত্যমান
কবিতার তাই ছুটি হয় না
শব্দকথায় শব্দবাণ l