দিদি আর বোনেতে
ঘরে প্রতি কোণেতে
টলোমলো পায়ে পায়ে
হেঁটে যায় গায়ে গায়ে
রেখে যায় ছাপ তার রেখে যায় চিন্হ
ফিরে ফিরে দেখে সেটা বাবা মা ধন্য


সেই ছোটকাল থেকে পিঠাপিঠি বড়ো হয়ে
অভাবের সংসারে সব কিছু সয়ে সয়ে
খুনসুটি ভালোবাসা পালা করে আসে যায়
এই যায় লড়ে তারা এই তারা নিরুপায়
ধরে থাকে নিজেদের বন্ধুতা বেড়ে ওঠে
দিদি যায় মা হয়ে আদরের বুলি ছোটে
ঘর করে আলো তারা নিজ পায়ে দাঁড়িয়ে
আজ তারা বিয়ে হয়ে দেশসীমা ছাড়িয়ে


বিশেষ বিশেষ দিনে শুভদিন যেগুলো
জন্মের তিথি আর বিশেষ ঘটনাগুলো
স্মৃতিপটে ভেসে ওঠে চোখ হয় সজলা
এলবাম ভরে আছে ছবি সব অবলা
সেই ছবি তুলে ধরে অতীতটা সামনে
মনে হয় কাল নয় আজ পড়ে হামলে
দুপারেই ঢেউ ওঠে সন্তান বাবা মা
ডিজিটাল পুঁজি করে মিলে যায় আত্মা


ছোটরাই বেশ ভালো সারাদিন সাথে থাকে
দুষ্টুমি করে আর অবিরাম যায় বকে
সামলাতে হিমশিম তাদেরকে বাবা মা
সারাদিন নির্দেশ এটা সেটা করো না
কে শোনে সে কথাগুলো ধুপধাপ চঞ্চল
ভালোবাসা পেয়ে যায় অতিপ্রিয় অঞ্চল
সেইসব দিনগুলো মনে হয় সোনালী
বড়ো হয়ে সোনা তোরা কোথায় যে হারালি
এলবাম হাতে নিয়ে স্মৃতি যায় কুড়িয়ে
মা বাবা একদিন যায় শেষে বুড়িয়ে


ভালোবাসা স্নেহ টান আছে নিজ জায়গায়
সময়ের দাবি মেনে নিয়ম তো চলাটাই
সেই পথ চলতে কতো কিছু হারিয়ে
বেঁচে আছে ভালোবাসা ভালোবাসা ছাড়িয়ে