দিন চলে যায় মাস চলে যায় বছর কালের গর্ভে
যুগ যুগান্ত সীমার ওপার মান অপমান গর্বে l
কতো পাথর যুগ পেরিয়ে ধাতুর যুগের পথে
বিশেষ জ্ঞানের সফল যাত্রা মানব বিজয়রথে l
বিজ্ঞানেরই হাতটি ধরে প্রযুক্তি পথ চলা
সর্বব্যাপী প্রভাবটা তার সব ঘটে তার কলা l
এই সবেরই মাঝে থাকে সংস্কৃতির যাত্রা
কলাকুশলী লেখক গায়ক যার যেমন মাত্রা
জীবনটাকে গুছান সাজান অমর করেন মর্তে
কতো মানুষ নিজের গুণে বিখ্যাত তাঁর শর্তে l
স্মরণ তাঁদের করেন মানুষ পরে আসেন যাঁরা
তাঁদের গুণের চর্চা চলে ধন্য যে হয় ধরা l
দিন দুনিয়া আলোয় ভরে গেছেন যাঁরা চলে
তাঁদের পথের নিশান ধরে চলবে মানুষদলে l