সহিষ্ণুতা চাইছে সবাই মতপ্রকাশের বিরোধিতায়
অভাবটা থাকলই বা আমাদের নিজ প্রকাশনায় l
বেশ করেছি ফের করব লেখার মধ্যে অশ্লীলতা  
তার জবাবে তোমরা কেন মানবে নাকো শালীনতা ?
মুক্তচিন্তার বিরোধ করে তোমরা কেন আইনে যাও ?
সাইবার আইন আমার জানা, করব তার প্রয়োগটাও l
কবিতা পড়ে বিরোধে গেলে, এই কি তবে সহিষ্ণুতা ?
বিরোধী কণ্ঠ block করে দেখাই কেমন উদারতা !
পাশে আছে সঙ্গে আছে পাঠক আমার হাজার কত
কবিতা লিখব শ্লীল অশ্লীল গিলে খাবে অবিরত l
তোমরা যারা মৌলবাদী শিল্পের আবার বিচার করো,
এক অর্থে লেখা কবিতা, অন্য অর্থ তার ধরো l
না হয় আমি ধর্মে নেই, কর্মে আছি টালমাটাল
শব্দ আমার ভেষজ এমন, রসাস্বাদে পাঠক নাকাল।