রাতের বেলায় চোর না ধরে দিনের বেলায় ঘেউ
যখন তখন লড়াই করে, হেরে গেলেই কেঁউ।
নোংরা যত বর্জ্যগুলো ফেলে হেথায় হোথায়
রূপসী এ সোনার দেশটা দেয় তলিয়ে কোথায়!
দেয়ালেতে মূত্র ছাড়ে, মাঝ রাস্তায় মল
তারই মাঝে গা বাঁচিয়ে পারলে পথিক চল।
হঠাৎ তাদের জোশ উঠে যায় চেনা কাউকে ধরে
তাদের বিকট হল্লা-চিল্লায় নিরীহ-জন মরে।
লম্ফ-ঝম্ফ ঘুরে ফিরে তাদের খাবার জোটে
দিনে দিনে দলটা বেড়ে আকাশ ফুঁড়ে ওঠে।
নিজের পাড়া, নিজ এলাকা, নিজ দখলে রাখে
ভিন্ন পাড়ার কেউ এলে তার ভাগ্যে দুঃখ থাকে। l
মানবজাতির প্রথম বন্ধু আদ্যিকালের বাঁকে
বন্ধুকে সেই পথে ছেড়ে নিজে ঘরে থাকে l