আমি কোথায় যাই কখন ফিরি
স্টেশন মনে রেখেছে সে কথা l
জীবনে কতবার অসুস্থ হলাম, সেরে উঠেছি কি না হাসপাতালকে জিজ্ঞেস করলে সে বলে দেবে l
সাঁতার জানি না বলে হাঁটু জল পুকুরে
নামবার অনুমতি দেয় নি যে দাদা
সাঁতারে চ্যাম্পিয়ান হয়ে তাঁকে আর পাই নি l
জীবনের সব হিসাব দুয়ে দুয়ে চার নয়,
অপরাধ করেও যখন কেউ মসনদ প্রাসাদ পায়
আর রোদে পোড়া বৃষ্টিতে ভেজা শ্রমজীবী
হাসপাতালে বেড না পেয়ে বেওয়ারিশ হয়ে যায় l


এই চক্রব্যুহ ভেঙে বেরুতে হবে আমাদের,
যেদিন আকাশ বলবে কতটা মেঘ সে আশ্রয় দেবে
কৃষক মাঠে ফলানো ধান আগে নিজের বাড়িতে নেবে
পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীরা পণের জোরে নয়
পারস্পরিক গুণের জোরে বাঁধবে সফলতম জুটি,
সেদিন আবার নতুন করে জীবনের হিসেব নিয়ে বসবো l