থাকবো নাকো বৃদ্ধ হয়ে ছুটবো এবার মৌ এর সাথে
যেমন করে ছুটছে মেয়েটি প্রান্ত ছুঁয়ে প্রান্ত হতে l
উৎসাহ আর এনার্জি সব ভর্তি মেয়েটির পুরো দেহে
মাঠে করে জিমে করে এবং করে নিজের গৃহে l
নিজে আসে, সঙ্গে দাদা, মাকেও মাঠে সঙ্গে আনে
ঘন্টা দুয়েক মাঠে থাকে আসন ব্যামের প্রাণের টানে l
পিটি করে জগিং করে এরোবিকও সবার সাথে,
দাঁড়িয়ে করে, বসে করে, চিৎ ও উপুড় ভঙ্গিমাতে
আসন করে সব রকমের কঠিন সরল সমান তালে,
এরই মাঝে ছুট দেয় সে মাঠের মধ্যে সময়কালে l
স্কিপিং করে আরো করে অনেক কিছু নিজের মতো
দলে করে, একা করে, করে নিজের সাধ্যমতো l


যতোই করে ততই বাড়ে উৎসাহ তার প্রতিদিনে
মাঠের সকল মানুষেরা ঠিক নিয়েছে তাকে চিনে l
ব্যায়াম করে, আসন করে, সবার শেষে প্রাণায়ামও
সেই সঙ্গে পড়াশোনা দিতে থাকে একজামও l
কলেজ বন্ধ ঘরে পড়ে পরীক্ষা তা হবে কি না
কেন্দ্র রাজ্য ভিন্ন বলে তারই মধ্যে স্বপ্ন বোনা l
স্বপ্ন বোনে মনের মাঝে আসবে সুদিন সুনিশ্চিত
ব্যায়াম করে, আসন করে, সুস্থ দেহ গড়ার ভিত l


বলছি বটে ছুটবো সাথে বৃদ্ধ দেহে সে দম নেই
দেখে কেবল খুঁজে ফিরি ফেলে আসা জীবনকেই   l
৮৬৭