জানি গো জানি সব মুদ্রার এ-পিঠ ও-পিঠ থাকে,
তাই বলে কি জেনে বুঝে মানব এমনটাকে ?
ভোটের আগেই শাসক দলের সিংহ আসন ভাগে,
গণতন্ত্রের এই কাঠামো ! অন্তরেতে লাগে l
সরকারী সেবা সবক্ষেত্রে প্রভাবশালী পায়,
গরীব গূর্বো জনগণের মেঝেতে হয় ঠাঁই l
আইন প্রশাসন পক্ষপাতী শাসক-বিরোধী দেখে,
গুরু অপরাধ পার পেয়ে যায় লঘু অপরাধ রোখে l
ভোট আসে যায় নিয়মমতো সরকার গড়ে-ভাঙে,
কুশীলবদের রং চড়ে যায় জোয়ার আসে না গাঙ্গে l