ওই দুই ভাই যাদাই-মাধাই বাজারেতে ঐ যায়
মাধাইটা ছেলে দুষ্টুমি খেলে সর্বদা ও মাথায় l
দিদিমার কাছে টাকা কিছু আছে নুন তেল হবে আনতে
তার সাথে মুড়ি আনাজের ঝুড়ি নিতে হবে সব জানতে l
মসলা ক পাতা সার্ফ সোডা কটা বিস্কুট এক দুই
চাল ডাল মিলে হলুদ ও নীলে একখানা ছোট রুই l
মাইল দুই হেঁটে পাশের গ্রামেতে মেঠো পথ ওই যায়
বাজারের থলি, কথা কলকলি, চলে দেখ দুই ভাই l


বাজারটা হলে ঘরপানে চলে যাদাই মাধাই দুই ভাই
বাড়ি কাছে এসে দুষ্টুমি হেসে কি বলে ও মাধাই ?
তেল খানি ছিল ক্যানে ভরা কিলো বদমাসি আঁটে যবে
মিথ্যা সে কবে দিদিমারে রবে পড়ে গেছে তেল সবে l
কি মজাটা হবে দিদিমারে যবে কাঁদিতে দেখিবে শোকে
হেনকালে এসে উদিবে নিমেষে ক্যান ভরা তেল কাঁখে l
নিমেষের দুখে দিদিমার মুখে ফুটিবে হাসির আলো
এই হাসিখানা মুখ চাঁদপানা দেখিতে লাগে যে ভালো l
এই ভাবনায় পথ চলা দায় উঁচু নিচু মেঠো পথে
বেড়া কোথা কোথা বাড়ায়েছে মাথা চমকায় হোঁচটেতে l
তেলভরা ক্যান তরল সফেন মাটিতে পড়ে যে সব
কোথা গেল হাসি মজা রাশি রাশি নিশ্চুপ কলরব l


সবকিছু তার হয়ে গেলো পার যেমনটা ছিল ভাবা
প্রথম পাটেতে শোক দিদি আঁতে একেবারে হাবাগোবা l
কিন্তু মজাটা উবে গেলো গোটা সব হল এলোমেলো
হাসি মজা গেল সাজা বয়ে এলো সকলেই শোক পেল l


কে জানিত কবে রচিতেছে যবে চিত্রনাট্য মাধাই
আড়ালেতে তার সায় বিধাতার মিলিয়া গিয়াছে হুবাই l
খেলার ছলেতে তেলের ক্যানেতে রচিত চিত্রনাট্য
ফলে গেল যবে পুরো বাস্তবে একেবারে শঠে শাঠ্য l