বড়ো কাকে বলি
যাকে ধরে দূর্বল বহুদূর চলি l
ছাড়ায় না হাত
ক্ষতি তার মেনে নিয়ে তবু দেয় সাথ l
খুঁটি হয়ে থাকে
পেয়ে যাই জয়, ধরে আশ্রয়টাকে l
বেঁধে বেঁধে থাকি
ছড়িয়ে শিকড় চলি, লোভ সেটা নাকি ?
আলোকের পথে
ক্ষুধাতুর, তবু সে তো স্বপ্নটা দেখে !
আগামীর দিন
এইভাবে গড়ে তোলে জীবন রঙিন l


তবু কিছু থাকে
নিজেদের দোষে তারা পড়ে গিয়ে পাঁকে l
অন্ধের মতো
খুঁজে চলে পতনকে গতি করে শ্লথ l
এগোবার দায়
এগোবে যে সব আগে তার থাকা চাই l
ছড়িয়ে সুযোগ
যে নেবার নিয়ে নেয় করে যোগাযোগ l
যারা শুয়ে থাকে
ভাগ্য কখনো জেনো দেখে নাকো তাকে l
রোধ করে গতি
আঁধারের পথে যারা, ভোগে দুর্গতি l
দোষ দিয়ে যায়
একে তাকে দোষ দিয়ে সান্ত্বনা পায় l


যারা জেগে থাকে
সুযোগকে ধরে পায় সফলতাটাকে l
সফলতা আসে
তার কাছে, যারা শুধু শ্রম ভালোবাসে l
আর একমনে
একমনে ছোটে যারা লক্ষ্যের পানে l
৯০০