মাতৃভাষা সবার কাছে মায়ের মতো মান
এমন জিনিস সবার প্রিয় মায়ের কোলে স্থান l
মায়ের কোলে শুয়ে বসে আদর সাথে শেখা
সেই ভাষাতে জগত জীবন সকল কিছু দেখা l


আপন সত্তা আপন সৃজন সেই ভাষাতে আসে
বিশ্ব মাঝে সকল ভাষা আপন স্বরে হাসে l
শত্রু যদি নেয় গো দখল আপন সীমার পরে
মাতৃভাষা আঁকড়ে নিলে মুক্তি মেলে ঘরে l


ভাষার জন্য বাহান্নতে দিলেন যাঁরা জীবন
পাক সেনাদের গুলির ঘায়ে বরণ করে মরণ
সালাম বরকত রফিক জব্বার এবং সফিক ভাই
বিশ্ব মাঝে ভাষার জন্য তার তুলনা নাই l


ফেব্রুয়ারির একুশ তারিখ মাটি ভিজে লাল
শহীদ রক্তে মাতাল হলো বাংলা মায়ের দামাল l
মায়ের ভাষার মান রাখতে এমন মহান বলি  
দেশটা জুড়ে আগুন জ্বলে সকল অলিগলি l


ভাষার লড়াই জন্ম দিল নতুন মুক্ত দেশ
বিশ্ব মাঝে উদয় হলো স্বাধীন বাংলাদেশ l
এই লড়ায়ের মান রক্ষায় মাতৃভাষা দিবস
বছর বছর ফেব্রুয়ারি একুশ আনে হরষ l


** আলোর মিছিল ২০১৯ মাতৃভাষা দিবস সংখ্যা তে প্রকাশিত, পৃষ্ঠা - ১৩