ধীরগতি বাতাসের অতি ধীর টানে
উদাস দুপুরবেলা কতো স্মৃতি আনে,
ফেলে আসা শৈশব বাগান ও জমি
পুকুর নদীর পাড় হৃদয়ের মমি l


দূরে দূরে আবছায়া আনাগোনা চলে
বয়সের বড় যাঁরা গেছে স্মৃতিতলে,
ছোট বড় ঋণ কত জমে গেছে জানি
অম্লমধুর কথা ধারা বিবরণী l


তালগাছ নারিকেল আকাশের কাছে
ভেতর গভীর মনে তার স্মৃতি নাচে,
নাই কাজ উদাসীন দুপুরবেলায়
একলা ঘরের কোনে ভাবনা খেলায় l


ব্যস্ততা উড়ে গিয়ে উদাস দুপুরে
ধীরগতি গান বাজে মনোরম সুরে,
আকাশ মাটিতে জলে অবকাশ কাল
দীঘিতে দীঘিতে তবু জেলেদের জাল l


* বাংলা কবিতা স্মারক ত্রিপুরকাঞ্চন, ২০২৩ এ প্রকাশিত, পৃষ্ঠা - ২৭