দূরত্ব মাপার জন্য চুলের দৈর্ঘ্য পছন্দ
সৌন্দর্য্য দেখি কাজলটানা চোখে
যখন গা ঘিনঘিন করে মাকড়শা
কখনো ফের আরশোলা
হিমবাহ চলমানতার নদীর আশ্রয়ে
হাতির শুঁড়ে ভারবাহী শ্রমিকসমাজ
বোশেখের ঝড় একটা বিপ্লব যেন
আর পাতিলেবুর রসে পাই উপশম যন্ত্রণার
আগুনের রঙে দেখি স্বপ্ন নতুন সৃষ্টির
একটা বিন্দু থেকে যেন মহাবিশ্বের আঁচ
সামান্য কিছু পয়সা পেলে মনে হয়
বিশ্বটাকে জয় করে ফেলেছি
রুমাল যেমন মাস্ক হয় প্রয়োজনে
ছোট্ট ইঁদুর পশুরাজের মুক্তির ঈশ্বর
প্রকৃতির সবকিছু পালকের মতো উড়ে এসে
ম্যাপে ঠিক তার জায়গা করে নেয় l