ছাত্রজীবনে জীবনের লক্ষ্য বিষয়ে
অনেক রচনা মুখস্থ করেছি
গৃহশিক্ষক বদলে লক্ষ্যও গেছে বদলে
যেহেতু লক্ষ্য নির্ণয়ে তাঁদের ভূমিকা মুখ্য ছিলো l
যখন একটু বড়ো হলাম
রচনার বাইরে এসে পছন্দের মানুষের পেশাগুলিকে
লক্ষ্য করলাম
পছন্দের মানুষ যেমন যেমন যায় পাল্টে
লক্ষ্যও এক থেকে আর একদিকে ফেরে l
যখন সত্যি কোনো পেশাকে নেবার দিন এলো
তখন নিজের পছন্দ বলে আর কিছু থাকলো না l
সব পেশাতেই অনেক অনেক আবেদনকারী
পদ সীমিত কিছু
আবার মেধার পাশাপাশি অর্থ অনর্থের খেলা l
তখন একটা কিছু পেলেই লক্ষ্য পূরণ হয়ে যায় l
ছাত্র জীবনের মুখস্থ করা রচনাগুলি
যেন উপহাস বলে মনে হয় l