চার বোন ছয় ভাই এই নিয়ে পরিবার
বোনগুলো বিয়ে হয়ে নিজ নিজ সংসার l
ভাইদের বিয়ে হয় পৃথক পৃথক থাকে
জমি বাড়ি বুঝে নিয়ে মন দেয় নিজটাতে l


কিন্তু বিপদ হয় জমিগুলি বেচাকালে  
মালিকটা ঠিক হয় জমির রেকর্ডবলে
বোনেদের নাম দেখে পরচার মাঝখানে
তাদের যে সই চাই সরকার তবে মানে l


বার্তাটা যায় চলে বোনেদের উদ্দেশে
চার বোন চার রূপ নেয় সবে বাড়ি এসে  
বোনগুলি নিজ নিজ সংসারে নাজেহাল
সম্পদে অভাবেতে চারজনে চার হাল l


বড়ো বোন বড়লোক দাবীখানা ছেড়ে দেয়
চোখ বুজে কাগজেতে ভাইদের সই দেয় l  
মেজ বোন হতভাগী নিজ ভাগ পুরো নেয়
ভাইদের বাদ দিয়ে জমি বেচে টাকা নেয় l


তৃতীয় যে বোনখানি অভাব তার নিত্য
খুশিমনে ভাই দেয়, তাতেই ভরে চিত্ত l  
হাসিমুখে জমি ছাড়ে সহি দেয় অকাতরে
ভাই সুখী বোন সুখী নিন্দুক পথ ছাড়ে l


কনিষ্ঠা শিক্ষিতা কলেজ পাশ, চাকুরে
বিশ্বাস আইনেতে মেয়েদের অধিকারে l
ভাইগুলি পায় সব বোন কেন বঞ্চিত ?
অধিকার নেয় বুঝে পাওনাটা রক্ষিত l


সমাজেতে অহরহ মেয়েদের বাদ দিয়ে
ভাইসব নেয় সব মেয়েদের দিয়ে বিয়ে l
আইনের ভাষা বলে ছেলে মেয়ে দুই এক  
পিতার যে জমিজমা উভয়ের মান এক l