অনেক নারীই স্বীয় স্বাধীনতার জন্য সোচ্চার,
অনেক পুরুষও নারী স্বাধীনতার জন্য
উচ্চৈঃস্বরে গলা মিলায়।
কিন্তু নিজের স্ত্রীর স্বাধীনতায়
বিশ্বাস করে না।


অনেকে জানেই না নারী স্বাধীনতা কি?
নারী স্বাধীনতা হচ্ছে--
নারীর নিজস্ব ব্যাপারে
সিদ্ধান্ত নেওয়ার অধিকার,
যেকোনো পরিবেশে
মতামত প্রকাশ করার অধিকার,
উপযুক্ত বয়সে
বিয়ে করা বা না করার অধিকার,
শিক্ষা গ্রহণের অধিকার,
ভালোবাসার অধিকার,
ভালোবাসার মানুষকে
বিয়ে করার অধিকার,
পরিবার কতৃক সিদ্ধান্তকৃত অপছন্দের ছেলেকে
বিয়ে না করার অধিকার,
বিয়ে করার পরে
সন্তান ধারণের অধিকার,
সন্তান বা পরিবারের যে কোন বিষয়ে
মতামত প্রকাশের অধিকার,
এমনকি কখন জীবনসঙ্গীর
শয্যা সঙ্গিনী হবে
আর কখন হবে না
সেই অধিকার।


জিন্স, টি-শার্ট পরে
ছেলেবন্ধুর বাইকের পিছনে চড়ে
বলগা হরিণীর মত ধেই ধেই করে
ঘুরে বেড়ানোর অধিকার
নারী স্বাধীনতা নয়।


নারী স্বাধীনতা নয়--
অনিন্দ্য সুন্দর রুপ-লাবণ্যে ভরা দেহবল্লরী
অর্ধোন্মুক্ত করে,
রক্ত রাঙ্গা লাল ঠোটে
অর্ধ পোড়া সিগারেট চেপে
বন্ধুর সাথে ‌ঊর্বশীর মতো
নৃত্যের অধিকার।


নারী স্বাধীনতা অবশ্যই নয়--
স্বল্পবসনা বা বিবসনা হয়ে
জনারণ্যে বা নির্জন রাস্তায়,
মধ্যরাতে,
মদন্মত্তোতায়
উল্লম্ফ নৃত্য করার অধিকার; যা--
স্বীয় পরিবার ও সমাজের জন্য
বিব্রতকর!
অস্বস্তিকর!
সর্বোপরি একজন নারী হিসেবে তার নিজের
আত্মমর্যাদার জন্য
হানিকর!
অবমাননাকর! যা--
ছোট বাচ্চাদের মনে
কু-পথের প্ররোচনা দেয়,
যুবকদের মনে
কু-কাজের প্রবৃত্তি যোগায়,
আর বৃদ্ধদের চোখে
জ্বালা ধরায়; যা--
নিজেকে খেলো করে তোলার
নামান্তর মাত্র।


এসব নারী স্বাধীনতা নয়;
উশৃংখলতা।
একে বলা হয় 'বেলাল্লাপনা'।


৩০/০৬/২০২০ ইং