কি নাম দেবো তোমায়?
মায়া? মরীচিকা? নাকি কুহেলিকা?
স্বপ্নের মতো দেখা দিয়ে মিলিয়ে যাও
দূর নীলিমায়--
তোমায় খুঁজি আমি--
ভোরের নবীন আলোতে,
সরষে ক্ষেতের হলুদের সমারোহে,
বন পলাশের অন্তরালে,
মায়াময় জোছনার মধুর হাসিতে।
বলগা হরিণীর মতো দেখা দিয়ে
আবার মিলিয়ে যাও।
অনতিদূরে শুনতে পাই--
ঝরনার কুলু কুলু ধ্বনি,
স্রোতস্বিনীর চটুল ছন্দ,
কখনো কখনো কোকিলের কুহুতান।
কিন্তু হায়! তুমি কোথায়?
তোমায় খুঁজি আমি--
আমার লেখার খাতার সাদা জমিনে,
আমার কলমের অগ্রভাগে,
আমার হৃদয়ের গহীন অরণ্যে।
বন্ধ করো এই লুকোচুরি খেলা,
দেখা দাও, হে শাশ্বত প্রেম--
শাসক, শোষকের নিষ্ঠুরতার মতো,
ক্ষুধার্ত শিশুর কান্নার মতো,
শ্রমজীবী মানুষের কষ্টের মতো
চিরসত্য হয়ে--
সকালের সোনা রোদে হয়ে--
সবার হৃদয়ে--
সবার হৃদয়কে বিকশিত করো
প্রস্ফুটিত গোলাপের মতো।
সবার মনের কুটিলতা, হিংসা-ঘৃণা দূর করে,
ধর্মীয় বিদ্বেষ এবং জাতপাতের ভেদাভেদ
ভুলিয়ে দিয়ে ভরিয়ে দাও
রজনীগন্ধার পবিত্র সুবাসে--

১০/১১/২০২০ ইং